
সম্প্রতি অস্ট্রেলিয়া গঠিত হল ‘বাংলা প্রেসক্লাব অস্ট্রেলিয়া ইনকর্পোরেট’ নামের একটি সংগঠন। সিডনিতে অবস্থিত এক রেস্তোরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। সেখানেই সংগঠনটির একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়।
জানা গেছে, নবীন প্রবীনদের অংশ গ্রহণে যাত্রা শুরু করে সংগঠনটি। এতে সিডনিতে সুদীর্ঘ ২৫ বছর সাংবাদিকতা পেশায় জড়িত থাকা বেতারবাংলা সিডনির পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ আজাদকে আহ্বায়ক, বিশিষ্ঠ ব্যবসায়িক, লেখক এবং গবেষক ডঃ তানভীর আবিরকে সদস্য সচিব ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ও অনলাইন নিউজ পোর্টাল দিনলিপিনিউজ ডটকম এর সম্মানীত চেয়ারম্যান এস এম দিদার হোসেনকে যুগ্ম সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও শিগগিরই অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক ও বুদ্ধিজীবি শ্রেণিদের অন্তর্ভুক্ত করে শক্তিশালী একটি নির্বাচিত কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।