logo
প্রকাশ: ০৫:২৭:২৩ PM, শনিবার, অক্টোবর ৮, ২০১৬
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কুয়েত শাখা গঠিত
অনলাইন ডেস্ক

জি. এম. আনিসুল হক সুমনকে সভাপতি ও মো. মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কুয়েত শাখার ৩২ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন শনিবার এই কমিটি অনুমোদন করেন।

কমিটি অনুমোদনের সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাসুদ করিম ও সাংগঠনিক সম্পাদক রাসেদ মোহাম্মদ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের পক্ষের কুয়েত প্রবাসীদের সঙ্গে নিয়ে সেখানে অবস্থানরত সকল বাঙালি ও অবাঙালি জনগণের মাঝে বাংলাদেশের গৌরবোজ্জল মুক্তিযুদ্ধের ইতিহাস প্রচার ও সরকারের গৃহীত নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই কমিটি কাজ করবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করেন।

আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]