logo
প্রকাশ: ০৯:৪০:০৩ PM, বৃহস্পতিবার, মার্চ ২, ২০১৭
‘মিসড কল’ মুক্তি পাচ্ছে শুক্রবার
বিনোদন ডেস্ক

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। ত্রিভূজ প্রেমের এ ছবিতে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুগ্ধতা ও শুদ্ধতা নামের দুই নবাগতা। 

এছাড়া জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগর অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে। তাকে দেখা যাবে তৃতীয় লিঙ্গের (হিজরা) চরিত্রে অভিনয় করতে। ছবিটিতে অভিনয়ের জন্য ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাখে নথ পরতে হয়েছে মিশাকে। মিশার সঙ্গে ‘হোয়াইট এবং ব্ল্যাক ডাক্তাসহ ২০ জনেরও বেশি একটি হিজরার দলও রয়েছে।

হোয়াইট ডাক্তার এলাহানের গায়ে সাদা এপ্রোন, মুখ, হাত-পা সাদা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকসহ ভিন্ন রুপে উপস্থাপন করা হয়েছে, যিনি মানুষের জেন্ডার কনর্ভাট করতে পারেন। ব্ল্যাক ডাক্তার চার্লি উজ্জল এপ্রোন পরিহিত হাত-পা কালো , ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকসহ মজার ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে মিশা সওদাগর বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি। চরিত্রটির মাধ্যমে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড়।

এছাড়া আরো অভিনয় করেছেন বাপ্পারাজ, কাজী হায়াত, সাদেক বাচ্চু, মাজহারুল ইসলাম নীরব, এলাহান উদ্দিন, উজ্জ্বল শিরীন বকুল।

পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘মিশা সওদাগর আমাদের ইন্ডাস্ট্রির সুপার একজন অভিনেতা। তার অভিনয়ের বৈচিত্রতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এ পর্যন্ত সবচেয়ে বেশি বৈচিত্রময় চরিত্রে ঢাকাই ছবির দর্শকেরা মিশাকেই দেখেছেন। তবে এই প্রথমবারের মতো তাকে হিজড়া হিসেবে দেখবেন। আশা করছি ভালো লাগবে সবার।’

রোমান্টিক-অ্যাকশন ও কমেডি ঘরানার এই ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন ছবির নায়িকা শুদ্ধতা ও মুগ্ধতা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]