প্রকাশ: ০৩:৩৪:৪৫ PM, শনিবার, জানুয়ারী ২, ২০১৬ | |
দুই কুমিরের মধ্যে কথোপকথন-
: খুব দুঃখের বই পড়ছিস মনে হয়, চোখ দিয়ে জল পড়ছে।
: না, না, জোকস পরে হাসতে হাসতে...
////////////////////
দাঁতে প্রচণ্ড ব্যথা নিয়ে বাঘ এসেছে বকের চেম্বারে।
বাঘ : একটা দাঁত তুলতে কত নিস রে?
বক : ২০০ টাকা।
বাঘ : সামান্য কয়েক সেকেন্ডের কাজ, তার জন্য ২০০ টাকা!
বক : ঠিক আছে, আমি না হয় অনেক সময় নিয়ে আপনার দাঁত তুলব।
/////////////////
দুই বিদেশি কুকুরের মধ্যে কথোপকথন-
: রাস্তার নেড়ি কুকুরগুলোকে আমাদের ভাষা শেখাবি না।
: কেন?
: ওরা কারণে-অকারণে নিজেদের ভাষাতেই যেভাবে ঘেউ ঘেউ করে তার যন্ত্রণাতেই তো বাঁচি না।
////////////////////
কচ্ছপ কিছুতেই আসল বয়স বলবে না। কেন বলবে না? এই নিয়ে খরগোশের প্রথমে মাতামাতি, তারপর হাতাহাতি। শেষ পর্যন্ত তাদের দুজনকেই নিয়ে যাওয়া হলো বনের রাজা বাঘের কাছে।
বাঘ : সত্যি করে বল, তোর বয়স কত?
কচ্ছপ : ২০০ বছর হতে আর মাত্র কয়েক মাস বাকি।
বাঘ : হিসাব করে বল কয় মাস বাকি?
কচ্ছপ : এই ধরুন ৩০০ মাস।
///////////////
দুই ঘোড়ার মধ্যে কথোপকথন-
: আমি ম্যানার্স মেইনটেন করে চলি।
: কী রকম?
: এই ধর, মনিবকে নিয়ে আমি উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার আগে থেমে যাই। ফলে আমার আগে ছিটকে গিয়ে মনিব সে জায়গাটুকু পার হওয়ার সুযোগ পায়।
///////////////
শেয়াল : একটা ঘোড়া যদি উত্তরমুখো হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার লেজটা কোন দিকে থাকবে?
কুমিরের ছা : দক্ষিণ দিকে।
শেয়াল : উঁহু, হলো না, মাটির দিকে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |