প্রকাশ: ১০:২৯:৩৭ PM, মঙ্গলবার, এপ্রিল ১২, ২০১৬ | |
ব্যবসায়িক ব্যক্তিত্ব হয়ে ওঠা (আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মাধ্যমে) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকার ইএমকে সেন্টারে।
সেমিনারটির আয়োজন করে ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনারস (ওয়াইএসএসই)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএস)-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ।
ড. কাজী খলিকুজ্জামান তরুনদের মাঝে গ্রাম ভিত্তিক সামাজিক উন্নয়ন ও সরকারের বিভিন্ন রকমের পদক্ষেপের কথা উল্লেখ করে ব্যাক্তিগত উন্নয়নের চেয়ে সামষ্ঠিক উন্নয়নে সকলে মিলে কাজ করার জন্য তরুনদের আহবান জানান।
এছাড়া তিনি ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনারস (ওয়াইএসএসই) এর সার্বিক কার্যক্রম নিয়ে বলেন, যেন এর যাত্রা অব্যাহত থাকে, একই সাথে সামষ্ঠিক উন্নয়নে বিশেষ দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শালিস কেন্দ্রের মহাপরিচালক এডভোকেট সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে, সততা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করলে সেই কাজের মূল্যায়ন ও সফলতা হবে সুদূরপ্রসারী।
ওয়াইএসএসই এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন তার বক্তব্যে বলেন, সামাজিক সমস্যা ও দারিদ্রমুক্ত আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনারস (ওয়াইএসএসই) বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুন শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ হাতে নিয়েছে এবং নিরলস ভাবে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।
অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাকবন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. আব্দুল মতিন শেখ, প্রফেশনাল ট্রেইনার ও বক্তা মিঃ মাশাহেদ হাসান সীমান্তসহ আরও অনেকে ।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |