প্রকাশ: ০৯:৫১:৫৩ AM, মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০১৭ | |
লিবিয়ার পূর্বাঞ্চলের প্রধান শহর বেনগাজীতে গত ২২শে ডিসেম্বর ২০১৭ইং বাংলাদেশ কমিউনিটি ইন বেনগাজী, লিবিয়া'র উদ্যোগে পালিত হল মহান বিজয় দিবস ২০১৭।
ব্যাপক আয়োজন উদ্দীপনার মাঝে সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল বাংলাদেশিদের প্রাণের জয় উল্লাস। বেনগাজীর সবচেয়ে বড় কমিউনিটি সেন্টার হল কাহা ভিনিসিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮৫০ এর ও অধিক প্রবাসী বাঙালী এবং ৮০ জনের ও অধিক লিবিয়ানের উপস্থিতিতে, প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ উমরান হোসেইন আল সালতানি (চিফ অব স্টাফ বেনগাজী ফরেইন আ্যফেয়ার্স) এবং কর্নেল আহমেদ আরেবি (চিফ অব ফরেইন সিকিওরিটি বেনগাজী)।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রবাসী বাঙালীদের জন্য ৭টি সরকারি সংস্থার সমন্বিত কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানের ১ম পর্বে বিজয় দিবস বিষয়ক আলোচনা এবং দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাহের ও খুশীর মনোমুগ্ধকর উপস্থাপনায় এবং প্রবাসীদের অংশগ্রহণে নাঁচ-গান-নাটক-কৌতুক পরিবেশনায় উৎসবমুখর ছিল সারাদিন।
বাংলাদেশ কমিউনিটি ইন বেনগাজী, লিবিয়া, কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ১২জন প্রবাসী বাঙালীকে সম্মাননা প্রদান করে। বেনগাজী ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহর হতে আগত প্রবাসী বাঙালীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সকল অতিথিদের দুপুরের খাবারের জন্য ছিল ব্যাপক আয়োজন। অনুষ্ঠানের শেষভাগে প্রবাস কল্যাণ তহবিল গঠনে আয়োজিত লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে বেনগাজীর পররাষ্ট্র ও প্রবাসী অধিদপ্তর এবং বাংলাদেশ দুতাবাসকে সার্বিক দিক-নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |