logo
প্রকাশ: ১০:৫০:৪৫ AM, বুধবার, জুন ২০, ২০১৮
কমলাপুরে রাজধানীমুখী মানুষের ভিড়
অনলাইন ডেস্ক:

ঈদ উপলক্ষে গত কয়েকদিন যানজট আর ব্যস্তনগরী ঢাকা রূপ নেয় কোলাহল মুক্ত শহরে। রাস্তায় ছিল না কোনো যানজট কিংবা অফিস-আদালতগামী মানুষের ভিড়।

কয়েকদিন বিরতি দিয়ে আবারও ব্যস্ততম নগরী হতে চলেছে রাজধানী। নিজ নিজ কার্যালয়ে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। যদিও সরকারি অফিস আরও দু’দিন আগেই (সোমবার থেকে) খুলেছে।

বুধবার (২০ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রাজধানীমুখী মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনগুলোতে ছিল খুব ভিড়। এ যেনো ফাঁকা ঢাকা আবারও চিরচেনায় ফিরতে শুরু করেছে। আকবার আলী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করেন। তার অফিস সোমবার থেকে খুললেও তিনি এদিন ঢাকায় চলে  এসেছেন।

আকবর আলী বলেন, সোমবার সরকারি ছুটি শেষ হয়, আমার অন্য কলিগরা সোমবার থেকে অফিস শুরু করেছেন। আমি দু’দিন অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। বৃহস্পতিবার থেকে আমি অফিস করবো। পরিবার নিয়ে ঝামেলা এড়াতে একদিন আগেই ঢাকায় চলে এলাম।

জামালপুর থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন রাজমিস্ত্রী শফিক।  ঈদের ছুটি গ্রামে কেমন কাটলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদ মানে বাড়তি আনন্দ। গ্রামে সবার সঙ্গে ঈদ করায় এ আনন্দ আরও বেড়ে যায়। এ কয়দিন পরিবার, বন্ধু-বান্ধবী নিয়ে খুব ভালো কাটল। মঙ্গলবার (১৯ জুন) রাতে যখন ঢাকার উদ্দেশে রওয়ানা দেবো তখন মনটা খারাপ ছিল।

শফিক আরও বলেন, সবাইকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তবুও আসতে হলো পরিবার ছেড়ে কাজের উদ্দেশে। আবারও কোরবানির ঈদে বাড়ি যাবো তখনও আনন্দ করবো।

মো. রবিন ঢাকায় বিশ্ববিদ্যালয় কোচিং করেন। তিনি বলেন, দীর্ঘদিন ছুটি কাটিয়ে বুধবার ঢাকায় ফিরলাম। আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু কোচিং শুরু হওয়ায় সেটা হলো না।

তিনি বলেন, এই কয়েকটা দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক ভালো কাটল। গ্রামে ঈদ করার মজাই আলাদা, সবার বাড়িতে যাওয়া হয়। আজ ঢাকায় এলাম এখন সবাইকে অনেক মিস করছি ।

হাসিনা বেগম যাত্রাবাড়ি এলাকায় একটি সাবকন্ট্রাক পোশাক কারখানায় কাজ করেন বুধবার থেকে তার অফিস শুরু। এজন্য সকালে ময়মনসিংহ থেকে ঢাকায় আসলেন।

এবার তার ঈদ কেমন কাটলেন জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো ঈদ কেটেছে। তবে বাড়ি ফেরার দিন খুব কষ্ট হয়েছিল।পরে প্রিয়জনদের মুখ দেখ সব কষ্ট দূর হয়েছে। আজ ঢাকায় এলাম কিন্তু পরিবারের জন্য খুব কষ্ট হচ্ছে। তাদের কথা বার বার মনে পড়ছে। তবুও ঢাকায় আসা কাজ করতে হবে আয় করতে হবে।

ঈদের আগে বেতন-বোনাস পেয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ছুটির শেষ দিন বেতন পেয়েছি, বোনাস পেয়েছিলাম আরও আগে। এ টাকা দিয়ে পরিবারের জন্য কেনাকাটা করেছি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]