logo
প্রকাশ: ১২:০৩:৩১ AM, বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮
লক্ষ্য যখন কৃষি বিশ্ববিদ্যালয়

ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে ক্রমাগত উর্বরা জমির পরিমাণ কমছে। জনসংখ্যার এ বিস্ফোরণে কিঞ্চিৎ প্রভাব পড়েনি খাদ্য উৎপাদনের ওপর। অভুক্ত থাকতে হয় না বর্ধিত জনগোষ্ঠীর কাউকে। বরং দেশের বর্ধিত জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। আর তা সম্ভব হয়েছে একমাত্র কৃষিবিদদের অবদানে। কৃষিপ্রধান এ দেশে সনাতন কৃষি ব্যবস্থার আধুনিকায়নে তথা বিজ্ঞানভিত্তিক চাষাবাদের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষিবিদ তৈরি করে যাচ্ছে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণার অবদানে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রতিযোগিতামূলক চাকরির বাজারেও কৃষিবিদদের সুযোগ অনেক বিস্তৃত। কৃষিতে পড়াশোনা করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিসহ রয়েছে দেশের বাইরে কৃষি নিয়ে কাজ করার অপার সুযোগ। কৃষিক্ষেত্রে অবদান রাখতে তাই কৃষিবিদ হতে পারেন আপনিও। 
জানাচ্ছেনÑ আরাফাত রহমান অভি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষি, ভেটেরিনারি, পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, ফিশারিজ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে মোট আসন সংখ্যা ১ হাজার ২৩০টি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম উঠাতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ-৯.০০ থাকতে হবে। পদার্থবিদ্যায় ২৫, রসায়নে ২৫, গণিতে ২৫ ও জীববিজ্ঞানে ২৫ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষি, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার অনুষদে মোট আসন সংখ্যা ৬২০। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। এসএসসি ও এইচএসসি সমষ্টিগতভাবে জিপিএ-৭.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থে ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ২০, ইংরেজিতে ১০, সাধারণজ্ঞানে ১০ মিলে মোট ১০০ নম্বরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ংধঁ.বফঁ.নফ) পাওয়া যাবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, ফিশারিজ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদে আসন সংখ্যা ৩৯৩। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া সমষ্টিগতভাবে জিপিএ-৬.৫০ ও আলাদাভাবে ৩.০০ থাকলেই আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, গণিতে ২০, জীববিজ্ঞানে ৩০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে sau.edu.bd) ভর্তির সব তথ্য পাওয়া যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে মোট আসন সংখ্যা ৩১০। কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৭.৫০ ও আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণজ্ঞানে ১০ মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। ভর্তির সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (bsmrau.edu.bd) পাওয়া যাবে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
ভেটেরিনারি মেডিসিন, ফুডসায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফিশারিজ অনুষদে ২৪৫ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৭.০০ এবং আলাদাভাবে জিপিএ-৩.০০ থাকতে হবে। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, গণিতে ২০, জীববিজ্ঞানে ৩০ ও ইংরেজিতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (পাধংঁ.ধপ.নফ) ভর্তির সব তথ্য পাওয়া যাবে।

অন্যান্য বিশ্ববিদ্যালয় 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ‘ক’ ইউনিটে কৃষি, ফিশারিজ, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিষয়ে পড়ানো হয়। পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ১৫, ইংরেজিতে ১৫ ও সাধারণজ্ঞানে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (cvasu.ac.bd) ভর্তির সব তথ্য পাওয়া যাবে। 
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের মধ্যে ‘এ’ ও ‘ডি’ ইউনিটের চারটি অনুষদে কৃষি বিষয়ে পড়ানো হয়। ‘এ’ ইউনিটে কৃষি, ভেটেরিনারি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান ও ফিশারিজ অনুষদ এবং ‘ডি’ ইউনিটের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (pstu.ac.bd) ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কৃষি বিষয়ে পড়ার সুযোগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজওয়ানা কবির রাশা বলেন, সব কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি মোটামুটি একই রকম। সব ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এর পাশাপাশি থাকে ইংরেজি ও সাধারণজ্ঞান। প্রশ্নের ধরনও একই রকম। তাই এক প্রস্তুতিতেই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যায়।

পদার্থবিদ্যা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান রকি বলেন, পদার্থবিদ্যায় ২৫টি এমসিকিউয়ের মধ্যে কমপক্ষে ১৫ থেকে ১৮টি গাণিতিক সমস্যা থাকে। কাজ, শক্তি ও ক্ষমতা, তড়িৎ, চুম্বক, আপেক্ষিক তত্ত্ব, ইলেকট্রনিকস সম্পর্কিত অধ্যায় থেকে গাণিতিক সমস্যা বেশি আসে। প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যার উদাহরণ ও বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। কঠিন গাণিত সমস্যাগুলো উপেক্ষা করাই ভালো। 

রসায়ন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টর্সের শিক্ষার্থী রাব্বি হাসান অপু বলেন, রসায়ন দ্বিতীয়পত্র থেকে বিভিন্ন বিক্রিয়ার উৎপাদক বিষয়ে বেশি প্রশ্ন আসে। বিক্রিয়া সহজে মনে থাকে না; তাই বিক্রিয়াগুলো বারবার লিখতে হবে। তবে বিগত সালের যেসব টপিক থেকে প্রশ্ন হয়েছে, সেসব টপিক ভালোভাবে পড়তে হবে, রসায়ন প্রথমপত্রের মোলার ও মোলারিটি, জারণ-বিজারণ, রাসায়নিক সাম্যবস্থা অধ্যায় থেকে অঙ্ক আসে। সূত্র ভালো করে রপ্ত করতে পারলে গাণিতিক সমস্যার সমাধান করা সহজ হয়। 

গণিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদাত হোসেন বলেন, গণিতে ভালো করতে হলে প্রতিটি অধ্যায়ের সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র থেকেও অনেক প্রশ্ন হয়। গাণিতিক সমস্যা সমাধানের সংক্ষিপ্ত পদ্ধতি আয়ত্ত করতে হবে। বেশি গুরুত্ব দিতে হবে সেট, ফাংশন, অমূলদ-মূলদ সংখ্যা, বিন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে।

জীববিজ্ঞান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান জয় বলেন, ‘যারা মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, তাদের নতুন করে জীববিজ্ঞানে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তবে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উদ্ভিদের বিভিন্ন পর্বের নাম, সামুদ্রিক শৈবালের গঠন, উদ্ভিদের কোষ, সালোকসংশ্লেষণ, শ্বসন, প্রাণীর শ্রেণিবিভাগ, হাইড্রা, পরিপাকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে।’

সাধারণজ্ঞান
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুসরাত জাহান বলেন, সাধারণজ্ঞানের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলোর ওপর বিশেষ জোর দিতে হবে। বৃহত্তর-ক্ষুদ্রতর নদনদী, হ্রদ, সদর দপ্তর, পুরস্কার, স্থাপনা, সম্মেলন ও কৃষি বিষয় প্রশ্ন বেশি থাকে। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড প্রস্তুতিতে সহায়ক হবে।

ইংরেজি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোহা বলেন, ইংরেজিরও নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। বিগত বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান করলে কাজে দেবে। প্রিপোজিশন, সিনোনিম, এনটোনিম, গ্রুপ ভার্ব, বাক্য রূপান্তর, বাক্য শুদ্ধকরণ, টেন্স, ভয়েস ইত্যাদি বিষয় থেকে বেশি প্রশ্ন হয়।

ট্রিপস অ্যান্ড ট্রিকস
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সেশনের ভর্তি পরীক্ষায় সপ্তম স্থান অধিকারী আলসাবা সেতু বলেন, সবচেয়ে ভালো টেকনিক হলো প্রস্তুতি শুরুর আগে বিগত বছরের প্রশ্ন দেখে নেওয়া। বিগত বছরের প্রশ্ন সমাধান করলে বেশ কাজে দেবে। এখান থেকে প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ প্রশ্ন কমন থাকে। সেই সঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করলেও কাজে দেবে। ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের ০.২৫ নম্বর কাটা যাবে। মাথায় রাখতে হবে এ বিষয়টিও।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]