logo
প্রকাশ: ০৫:৫১:১৬ PM, বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৯
প্রকাশিত হলো সুরাইয়া ইসলামের কাব্যগ্রন্থ ‘দোলনা হারানো দিন’
অনলাইন ডেস্ক

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি সুরাইয়া ইসলামের কাব্যগ্রন্থ ‘দোলনা হারানো দিন’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘প্রমিত’। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বহেরাতলার লিটল ম্যাগাজিন কর্নারের ‌‘পর্ব’র স্টলে।

‘দোলনা হারানো দিন’ সুরাইয়া ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এতে উঠে এসেছে কবির বেঁচে থাকা ও বেড়ে ওঠার স্কেচ; অতীতের সুখ-দুঃখের প্রতিচ্ছবি।

সুরাইয়ার শৈশব ও কৈশোর কেটেছে ফরিদপুরের মধুখালীতে। কবিতাগুলো লিখতে গিয়ে কবি মাতৃত্বের পরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে দেখতে পেয়েছেন তার সন্ততির ছায়ায়। আর এই ছায়ার ভেতরই তিনি শব্দের জাল বুনেছেন আবেগ ও আস্থায়। তার কবিতায় রয়েছে ঘোর ও নস্টালজিয়ার মিশ্রণ।

এ কারণেই তার কবিতার শব্দজালে উঠে এসেছে মাতৃত্বের সম্মোহন, বাবার ভালোবাসা, মায়ের মমতাভরা চোখ, শুকিয়ে যাওয়া নদী চন্দনা, দোলনায় দোল খাওয়া দিন, ছোটবেলার বন্ধু-স্বজন, রোগের ঘোরে ক্লান্তজীবন এবং সমকালীন অসঙ্গতি ও বোধ। আর এভাবেই ভাব ও ভাষার মলাটে জন্ম নিয়েছে আরেক চোখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]