প্রকাশ: ০৬:৪৫:২৫ PM, শুক্রবার, মার্চ ২৯, ২০১৯ | |
গ্রামীণ জনপদের উন্নয়নে জাতীয় পার্টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সংসদে কথা বলে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধিদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
তিনি বলেন, জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে কথা বলার সুযোগ পেলেই গ্রামের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরছে। গ্রামীণ জনপদে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
শুক্রবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিরোধিদলীয় চিফ হুইপ বলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা এই শ্লোগানকে শুধু মুখে বলি না, বাস্তবে গ্রামীণ জনপদকে বাঁচাতে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারও গ্রামকে শহরের আদলে সাজাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। জনগণ চায় জাতীয় পার্টি উন্নয়নের জন্য কথা বলুক। আমরা সেই কাজটি করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গঙ্গাচড়ার সারাই বাজার ইউজেডআর জমচওড়া বাজারসংলগ্ন হতে আলালহাট মর্ণেয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত নতুন সড়কের উন্নয়ন ফলকের উন্মোচন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
এদিকে গঙ্গাচড়ায় আরো দুটি সড়ক উন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় বিরোধিদলীয় চিফ হুইপের সঙ্গে ছিলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মর্ণেয়া ইউনিয়ন চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খতিবর রহমান, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী শামছুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাকিমুজ্জামান নাজিম, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |