logo
প্রকাশ: ১১:৩১:৪৬ AM, মঙ্গলবার, জুন ২৫, ২০১৯
আষাঢ়ের কদমফুল
ফিরোজা সামাদ

আষাঢ় মাসে বরষা আসে হাসছে কদমফুলে ,
চমক আনে বাদলও দিনে ঝুমকাে লতা দোলে ॥

বৃষ্টি ঝরে অঝোর ধারায় ভাসায় বানের জলে,
বর্ষায় আসে আষাঢ়-শ্রাবণ বন্যা ভাসায় ঢলে ॥

মঁ মঁ গন্ধে বাতাসের সাথে কদমফুলেরা দোলে, 
বৃষ্টিভেজা হাওয়ায় মাতাল সুবাসিত কদমফুলে !!

টিনের চালে রিমঝিমঝিম সুর লহরি বাজে 
ছন্দ মিলায় নৃত্যের তালে পদ্ম দিঘীর মাঝে !!

কিঙ্কিণী পায়ে ঝুমুর তালেমআলতা রাঙা পায়ে
বায়ূ বয়ে যায় শন্ শনা শন্ গাছের পাতার গায়ে !!

কুমারী ভোর রেশমি রঙে কাঁচাসোনা রোদে হাসে,
প্রজাপতি আঁকে ডানায় ছবি রঙের ছোয়ায় ভাসে !!

আষাঢ়ে বরষায় কদম ভিজে সুবাস ছড়িয়ে নাচে,
কাঁচা হলুদ সর্ব অঙ্গে মেখে আষাঢ়ের কদম বাঁচে !!

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]