logo
প্রকাশ: ০২:৪৭:৪৭ PM, শুক্রবার, জুলাই ১৯, ২০১৯
সময়ের কবিতা
ফিরোজা সামাদ

আজ শুধু কাঁদিতে চাইনা
করিতে চাই চিৎকার , 
ধর্ষিতা খুনের বর্ণহীন রক্তে
বিবেক দেয় ধিক্কার !!

ধর্ষকের উল্লাসে নির্বাক আজ
বিবেকের রুদ্ধ দুয়ার,
দিনের আলোয় খুনের মাতম
নেই কোনো তার বিচার !!

নির্বাক চোখে দেখছি চেয়ে
বিচারের নামে প্রহসন,
মিথ্যের আড়ালে হাহাকার করে
বিবেকের নীরব জাগরণ !! 

কতো কান্না কতো বেদনা
চিত্তে হাহাকার ক্রন্দন,
বিচারের দুয়ারে উন্নত শিরে
খুনিদের শতো আস্ফালন !!

খুন ধর্ষণ দুর্নীতি রাহাজানি
নিত্যদিনের খবর,
এমন কে আছে এই বাংলায়
এসবের দিবে কবর ? 

দেখবো কবে মায়ের কোলে
নিশ্চিন্ত সন্তান ঘুমায়,
দেখছি দু'চোখে বিচারের বিবেক 
চলে গিয়েছে কোমায় !!

তবুও রয়েছি বুকের গহীনে
লুকিয়ে কিছু আশায়,
আঁখিদ্বয় মোর যাবে হয়তো
ছানি পড়ে কুয়াশায় !! 

একদা হবে আলোকিত ভোর
রেশমী সোনালী লালে,
যুগে যুগে ছিলো এমনি লেখা 
সোনার বাঙলার ভালে !!

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]