logo
প্রকাশ: ১২:১৪:৩৩ AM, মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯
আলোকিত সমাজ গড়তে মানসিক চেতনা সুন্দর করতে হবে
শেখ রবিউল আউয়াল

সমাজের বৈষম্য দূর করার প্রচেষ্টায় কাজ করতে হবে। সত্যিকারভাবে দেশ ও মানুষকে ভালোবাসতে হলে ভেদাভেদ ভুলে যেতে হবে

সমাজে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠিত করতে হলে বিবেক ও মানসিক চেতনা সুন্দর করা প্রয়োজন। সত্য ও ন্যায়ের ধারা সমাজে প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীনতাবিরোধী কর্মকা- থেকে দূরে থাকার প্রত্যয় নিয়ে ভালো কাজের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্প-সংস্কৃতি, সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ধর্মীয় সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পিএনপি শহীদ ফারুক মো. ইকবাল উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ লুৎফর রহমান মোল্লা রতন তরুণদের উদ্দেশে কথাগুলো বলেন। তিনি বলেন, অনেক স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষের মুক্তির জন্য লাখো বাঙালি শহীদ হয়েছেন। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানেন না, তাদের জানাতে হবে। বাংলার মানুষ স্বাধীনতা প্রিয় জাতি।  বাঙালি আর স্বাধীনতা একে ওপরের পরিপূরক। বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে সাহস আর আস্থার সঙ্গে বাংলার ভূখ-ে স্বাধীনতার বিজয়ী পতাকা প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি আরও বলেন, সমাজের বৈষম্য দূর করার প্রচেষ্টায় কাজ করতে হবে। সত্যিকারভাবে দেশ ও মানুষকে ভালোবাসতে হলে ভেদাভেদ ভুলে যেতে হবে। শুধু আমি ভালো থাকবÑ এ ধরনে মানসিকতা পরিহার করতে হবে। মানবতাবোধ না থাকলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]