
প্রকাশ: ০২:৪২:১৪ PM, বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯ | |
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের রাজস্থানের এক গৃহবধূ। শ্বশুর ছাড়াও পরিবারের কয়েক জনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ওই নারী।
ঘটনার পর স্থানীয় ভিবাড়ি নারী থানায় এফআইআর দায়ের করেছেন ওই ধর্ষিতা। লিখিত অভিযোগে নির্যাতিতা জানান, গত শুক্রবার তাকে তাত্ক্ষণিক তিন তালাক দেন তার স্বামী। এর প্রতিবাদ করলে শ্বশুর ও তার স্বামীর পরিবারের অন্য কয়েকজন সদস্য মিলে তাকে ধর্ষণ করে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন ওই গৃহবধূ।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের একজনকেও গ্রেফতার করা হয়নি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |