logo
প্রকাশ: ১২:১৬:৪২ AM, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০১৯
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
আছমা আক্তার মিতু

সমাজে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠিত করতে হলে বিবেক ও মানসিক চেতনা সুন্দর করা প্রয়োজন। সত্য ও ন্যায়ের ধারা সমাজে প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীনতাবিরোধী কর্মকা- থেকে দূরে থাকার প্রত্যয় নিয়ে ভালো কাজের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্প-সংস্কৃতি, সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ধর্মীয় সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্প্রতি তরুণ সংগঠকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কথাগুলো বলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাছান রিপন। তিনি বলেন,  অনেক স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষের মুক্তির জন্য লাখো বাঙালি নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানেন না, তাদের জানাতে হবে। এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ স্বাধীনতা প্রিয় জাতি।  বাঙালি আর স্বাধীনতা একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে সাহস আর আস্থার সঙ্গে বাংলার ভূখ-ে স্বাধীনতার বিজয়ী পতাকা প্রতিষ্ঠিত করেছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনুসর আবেদীন মুকুল, কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাকোয়াত হোসেন টিটুসহ অনেকে। সাবেক ছাত্রনেতা কামরুল হাছান রিপন বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে দেশের কল্যাণ ও নিজ দলের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যে যে দায়িত্ব দিয়েছেন তা আমি শতভাগ সততার সঙ্গে পালন করব। এ সময় তিনি পাঠকপ্রিয় আলোকিত বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে মানবিক উন্নয়নে নিবেদিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]