logo
প্রকাশ: ০২:৩৫:৩০ AM, শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯
কবিতা ও ভাবনা
টিপু সুলতান

কবিতা একটি শিল্প, যা শুধু উপলব্ধি করার বিষয়। গভীর চিন্তাভাবনার মনন থেকে সুসজ্জিত ও সৃজনশীল বিন্যাসে ভূমিষ্ঠ হওয়ার কাব্যিক বহিঃপ্রকাশ। এ আধুনিক মৌলিক শর্তের বিশাল এক অনুভূতিতে এসে নিজের কথা ভুলে যাই। আত্মমগ্ন হয়ে পড়ি শব্দ-শিল্পের আগত বহিরাগত রূপকের মধ্যদিয়ে। তবে এ-ও ধ্রুব সত্য যে, যারা জিহ্বামুখে স্বাদ নিতে জানে তারা কখনও নুনকে চিনি বলে না। 
কবি বুদ্ধদেব বসু বলেছেন, ‘কবিতা বোঝার বিষয় নয়, এটা অনুভবযোগ্য। কারণ কবি সম্ভবত বুঝেসুঝে কবিতা লেখেন না, কেবল বিষয়কে সামনে রেখে তাকে অনুভব করেই কবিতার জন্ম হয়।

কবিতা সবসময় আসে না। কখনোসখনো জীবনের কানাগলিতে ইঁদুর-বেড়ালের মতো খেলা করে। তবে আমি আমার সব অনুরাগ ছাপিয়ে পৃথিবীর দহনে গহনে খুঁজতে থাকি। এরপর কল্পনার সংমিশ্রণে শব্দ শিল্পের বাস্তবতার লাজুক হাত পেলে চেপে ধরি। বলে উঠি, চলো আমার সঙ্গে। তোমার সৌন্দর্যবর্ধনের পর্যটক আমি। তাতে আমি কবিতার জন্য কারোর অভিযোগে আসামির কাঠগড়ায় দাঁড়ালে প্রথমত  স্বীকারোক্তি দেব যে, কবিতা আমার প্রেমিকা, অনন্য প্রেম, পেরেশান।

সোনালি আলোর সিরিজ

পৃথিবীর সব রোদ নেমে যায় কাঁচা দিগন্তের গায়
পথের বিলি কাটে দুর্বাঘাস-কার্তিকের শিশির যেন শাদা বনবেড়াল
এ পৃথিবীর লোফোতেন দ্বীপ, বরফে মাংসকুচির মতো
হাজার লোকের ভিড়, সমুদ্র কাছে নিয়ে হাঁটি যতদূর নীল মুখরা হাওয়া;

ওই সমুদ্রিত আকাশ নীল পোশাকের সেপাই
একগাল হেসে কয় এখানে তুমিও এসো একদিনÑ
আমার বিনিদ্র চোখ-ভিড় করে এরপর সোনালি আলোর সিরিজ
এদিকে দিঘি দিগন্ত, সোনাধানফুল-দুধভাত থালা সামনে...

জোড় হাতে বাংলাদেশ

রাষ্ট্র দেখিয়ে তোমরা অনেক কিছু করেছ। কেড়েছ উত্তরাধিকারÑ
আমার শরীর ঘেঁটেঘুঁটে বাহির করেছ
শ্রমণ চাষে তরতর বেড়ে ওঠা
সব মেরুদ-ীয় তল্পিতল্পা-অবাধ সাহস ও আঙুলের ব্রহ্মা-
অথচ তোমরা জানো না রক্তে বারুদ লেগে আছে
ফুসফুস ফুঁড়ে জাগর কাটে আলো বিছানো সব অঙ্গনÑ
পাখিদের পৌরুষ অরণ্য কাঁধে তুলে হুলস্থূল মাটির নাভিতে
বীজ ছড়ায়-অনন্ত বাঁশির সুরে লুটিয়ে পড়ে সন্তপ্ত পুষ্পক পাÑ
অসাড় আঙুলের ইতিহাস, উত্থানের যতিচিহ্ন-রক্ত বাগান

ভেব না আত্মাহুতি দেব, শরম রয়েছে-জোড় হাতে বাংলাদেশ

হাসি

তোমার কপোলের ভাঁজে হাসি লুকানো
হাসে বারান্দায় শয্যাশায়ী বেড়াল, তীব্র রক্ত রঙে-শিমুলের মতো
বারান্দা হতে তাকিয়ে থাকে-অপরাহ্ন; তুমি এসেছÑ
তোমার মুখ থেকে গলে পড়ে আপ্ত নীরবতা-দুটি চোখ

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]