প্রকাশ: ১০:৫৪:৫০ PM, মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯ | |
বার্ষিক সম্মেলনে নতুন দুটি প্রসেসর উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের প্রসেসর নির্মাতা কোম্পানি কোয়ালকম। ফ্ল্যাগশিপ ফোনের জন্য তারা উন্মোচন করেছে স্ন্যাপড্রাগন ৮৬৫। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের ফ্ল্যাগশিপ ফোন যেমনÑ গ্যালাক্সি এ১১, ওয়ানপ্লাস ৮, পিক্সেল ৫, গ্যালাক্সি নোট ১১-তে এ প্রসেসর দেখা যাবে।
মিডরেঞ্জ ফোনের জন্য তারা উন্মোচন করেছে স্ন্যাপড্রাগন ৭৬৫ ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ফাইভজি সাপোর্ট আসবে। আগামী বছরের শুরুতে নকিয়া ফোনে দেখা যাবে স্ন্যাপড্রাগন ৭৬৫।
স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরটিতে ফাইভজি সাপোর্ট অন্তর্ভুক্ত করা হয়নি। এটি কোয়ালকমের এক্স৫৫ মডেম সাপোর্ট করবে। ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করতে চাইলে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর যুক্ত স্মার্টফোনে থাকতে হবে এক্স৫৫ মডেম। ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ ও এক্স৫৫ মডেম একত্রে থাকলে তবেই ব্যবহার করা যাবে ফাইভজি নেটওয়ার্ক।
এখন পর্যন্ত প্রসেসরগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কোয়ালকম। শুধু জানা গেছে, গ্রাফিক্সের সক্ষমতা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে স্ন্যাপড্রাগন ৮৬৫। প্রসেসরটির সাহায্যে ভিডিও ধারণ করা যাবে ৮কে রেজ্যুলেশনে।
স্ন্যাপড্রাগন ৭৬৫ ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাহায্যে ফোনে ধারণ করা যাবে ৪কে রেজ্যুলেশনের ভিডিও। প্রসেসর দুটি সাপোর্ট করবে ১৯২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |