প্রকাশ: ১১:২৩:১০ PM, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯ | |
জিনগত ত্রুটি সারানোর জন্য নতুন একটি জিন এডিটিং প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। এ প্রযুক্তির সাহায্যে ৮৯ শতাংশ পর্যন্ত জিনগত ত্রুটি সারানো সম্ভব হবে। সিকেল সেল এনেমিয়ার মতো রোগগুলো জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে। নতুন প্রযুক্তিটি প্রয়োগে জিনগত ত্রুটি শনাক্ত করে তা নিরাময় করা যাবে। জিন এডিটিং প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘প্রাইম এডিটিং’।
প্রযুক্তিটি তৈরি করেছেন এমআইটি ও হাভার্ডের গবেষকরা। গত মাসে তাদের গবেষণাপত্রটি সায়েন্স জার্নালের ওয়েবসাইট নেচারে প্রকাশিত হয়। প্রাইম এডিটিং প্রযুক্তিটি তৈরি করা হয়েছে সিআরআইএসপিআর জিন এডিটিংয়ের উপর ভিত্তি করে।
জিন এডিটিং প্রযুক্তিটি এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়েই আছে। সিআরআইএসপিআর-ক্যাস৯ আবিষ্কার করা হয়েছিল এক দশক আছে। তবে শুধু একবারই এটি মানবদেহে প্রয়োগ করা হয়। সেটা ২০১৬ সালের কথা। ২০১৭ সালে বিজ্ঞানিরা বেজ এডিটিং নামের একটি কৌশল তৈরি করেন। এর মাধ্যমে ডিএনএ সিকুয়েন্স না কেটেই নির্দিষ্ট ডিএনএ পরিবর্তন করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |