logo
প্রকাশ: ১১:৪০:২৯ PM, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯
নতুন আঙ্গিকে ফিরছে পিকাবু
প্রযুক্তি প্রতিবেদক

দেশীয় ই-কমার্স সাইট পিকাবু ডট কম বন্ধ হচ্ছে না। বরং নতুন বিনিয়োগে আরও শক্তিশালী হয়েছে। পিকাবু কর্তৃপক্ষ জানায়, পিকাবু এতদিন ছিল শুধু একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। এখন থেকে এটি মার্কেটপ্লেসে রূপ নেবে। নতুন বছরের জানুয়ারিতে নতুন অ্যাপ, নতুন পণ্য নিয়ে একেবারে ভিন্ন আঙ্গিকে পিকাবু আসছে। এছাড়া পিকাবুর বিটুবি (বিজনেস টু বিজনেস) ও বিটুসি (বিজনেস ও কনজিউমার) ওয়েবসাইট শিগগিরই চালু হবে। এরই মধ্যে পিকাবুতে দেশি-বিদেশি বিনিয়োগ এসেছে। ফলে বাজারে যে গুঞ্জন ছিল ‘পিকাবু বন্ধ হয়ে যাচ্ছে’ তার অবসান হবে বলে মনে করা হচ্ছে। 
পিকাবু ডট কমের প্রধান নির্বাহী মরিন হোসেন তালুকদার বলেন, নতুন করে আরও বিনিয়োগ এসেছে এবং আমাদের গ্রাহকরা আমাদের ওপর আস্থা রেখেছেন। নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করলে আরও ভালো অবস্থানে যেতে পারব বলে আশা করছি। আমাদের নতুন সাইট, অ্যাপ  রেডি। জানুয়ারির শুরুতে আমরা ওয়েব সাইট ও অ্যাপ লঞ্চ করব। পিকাবু সবসময় নিশ্চিত করে সর্বোচ্চ মানের পণ্য দেওয়ার। পাশাপাশি দ্রুত ডেলিভারি। এছাড়া আসছে বছরের শুরুতে চট্টগ্রামেও ডেলিভারি চালু হচ্ছে। আমাদের সেম ডে ডেলিভারি অনেক জনপ্রিয়। পণ্য কেনার সময় ‘ফাস্ট পিক’ অপশন বেছে নিলে ওইদিনই ক্রেতারা পণ্যটি হাতে পাবেন। আর সাধারণ ডেলিভারি ২ থেকে ৩ দিন লাগবে। অন্য কোনো কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি চেইনের ওপর নির্ভর না করে নিজস্ব ডেলিভারি সিস্টেম ব্যবহার করায় পিকাবু এ সেবা দিতে পারছে। এছাড়া এতদিন পিকাবুতে ইলেকট্রনিকস ও গ্যাজেট আইটেম বিক্রি হলেও নতুন করে যুক্ত হচ্ছে সব ধরনের লাইফস্টাইল পণ্য। মার্কেটপ্লেস চালু হলে ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে কিনতে পারবেন। সাইটে বিভিন্ন মার্চেন্ট তাদের পণ্য বিক্রির জন্য তথ্য তুলে দেবেন। ফলে ক্রেতারা সবচেয়ে কম দামেরটি কিনতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]