প্রকাশ: ১১:০৩:৩৩ PM, শুক্রবার, জানুয়ারী ৩, ২০২০ | |
এ মাটি আমাকে দিয়েছে জীবনের যতো গান,
বাতাসে রৌদ্রের ঝিলিমিলি প্রজাপতি হয়ে
ফুটন্ত গোলাপের চোখে কতকিছু দেখলাম;
তোমার শরীর-মন, যা কিছু যৌবন সময়ের
দোলনায় কতো ঋতুর পরিক্রমণ।
এ মাটির কাছে এসে হাতে হাত রেখে বললামÑ
টেকনাফ থেকে তেঁতুলিয়া, পদ্মা-মেঘনার চরে
আমার শরীর মিশায়ে দিয়েছি তোমার মাটির সঙ্গে
বৃষ্টির কান্নায় ভিজে ভিজে কতদূর কতপথ হাঁটলাম;
তোমাকে বাঁধলাম আমার কণ্ঠহারের অলংকারে
বাহুর বাঁধনে তোমাকে জড়ালাম লতার মতো
রুমালের ভালোবাসা অমøান স্মৃতি লেখা মুছবে না কখনও
যতোই সঙ্গিন গর্জাক, ছিঁড়ে নিক হৃৎপিণ্ডের স্পন্দন
জীবনের সংকটে তোমাকে ভুলব না কখনোই
মায়ের দুধের মতো ঋণী আমি এ মাটির কাছে
এ মাটির সঙ্গে আমার যতো ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |