প্রকাশ: ০২:৫৪:৪১ PM, শনিবার, জানুয়ারী ১১, ২০২০ | |
সাত মাস আগে স্বামী আত্মহত্যা করার পর ঋণে জর্জরিত হন প্রেমা (৩১)। হাতে টাকাও নেই। খাবারের জন্য কাঁদছিল তার তিন শিশু। অন্যের কাছে হাত পেতেও সাহায্য পাননি। অবশেষে নিজের চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন এই মা।
সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম শহরে এই ঘটনা ঘটে। অসহায় ওই নারী পরে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রেমার কাছে কোনো টাকা ছিল না। ক্ষুধার জ্বালায় কাঁদছিল তার তিন শিশু। বাধ্য হয়ে কয়েকজনের কাছে হাতও পাতেন।
কিন্তু কারও মন গলেনি। রাস্তায় দাঁড়িয়ে ভেবে পাচ্ছিলেন না কী করবেন। ঠিক সেই সময়েই রাস্তা দিয়ে এক ফেরিওয়ালা পরচুলা বানানোর জন্য চুল কিনবেন বলে হাক দিচ্ছিলেন।
পরে নিজের চুল কেটে ১৫০ টাকায় বিক্রি করেন। ১০০ টাকা দিয়ে সন্তানদের জন্য খাবার কেনেন। বাকি টাকা নিয়ে পাশেই একটি দোকানে কীটনাশক কিনতে যান প্রেমা।
প্রেমার এই ঘটনাটি এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জি বালা নামে এক গ্রাফিক ডিজাইনার। তিনি লিখেন, ‘প্রেমা বিষাক্ত আরালি বীজ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তার বোন এসে তাকে আটকায়।’
পরে ওই ঘটনা পোস্ট করার পর তার সাহায্যে অনেকে এগিয়ে আসেন। তার জন্য সংগ্রহ করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা।
বৃহস্পতিবার সালেম জেলা প্রশাসন প্রেমার মাসিক বিধবা ভাতা চালু করে দেয়। বর্তমানে বালার এক বন্ধুর ইটভাটায় কাজ করছেন প্রেমা।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |