প্রকাশ: ০৮:৩৩:০৫ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে হয়ে গেল দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলা। ১১ ফেব্রুয়ারি সকালে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এতে দেশি-বিদেশি ৬০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ মেলায় ৫০০-এর বেশি কারিগরি কাজ জানা লোকের চাকরির সুযোগ হয়েছে। মেলাটির আয়োজন করে চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিডিজবসের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের ম্যানেজার গাজী মোহাম্মদ মাঈনউদ্দিন। উপস্থিত ছিলেন বিডিজবসের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মো. জমির হোসেন ও বিডি জবসের এজিএম ইমরুল কায়েস।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, টেকনিক্যাল কাজ জানা লোকেদের উন্নত দেশগুলোতে অতি সম্মানের সঙ্গে দেখা হয়। পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য দক্ষ করে গড়ে তুলতে হবে। বেশি বেতনের চাকরির আশায় বেকার বসে না থেকে সঠিক প্রশিক্ষণ নিয়ে কর্মজীবন শুরু করতে হবে। তাহলে উন্নত দেশেগুলোর মতো আমাদের দেশও দ্রুত এগিয়ে যাবে। এছাড়া একই ছাতার নিচে চট্টগ্রামের কারিগরি চাকরিপ্রার্থীদের জন্য বিডিজবসের এমন আয়োজন সত্যিই অনন্য।
বিডিজবস ডটকম চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যকার দূরত্ব কমানোর জন্য ১৬ বছর ধরে দেশের বিভিন স্থানে চাকরি মেলা ও চাকরি বাজারের জন্য প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |