logo
প্রকাশ: ১২:৩২:৩৭ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
সৌরজগতের প্রান্ত থেকে তোলা পৃথিবীর একমাত্র ছবির নতুন ভার্সন
প্রযুক্তি প্রতিবেদক

সৌরজগতের সীমান্ত থেকে ভয়েজার-১ এর তোলা পৃথিবীর একমাত্র ছবি ‘পেল ব্লুডট’-এর বয়স ৩০ পূর্ণ হতে যাচ্ছে। যে ছবিতে পৃথিবীকে একটি ধূলিকণা থেকেও আকারে ক্ষুদ্র দেখা যায়। নাসার বৈজ্ঞানিকদের কাছে এটি খুবই আবেগঘন একটি ছবি। তাই ৩০ বর্ষপূর্তিতে নাসা ছবিটিকে নতুন করে প্রকাশ করেছে।
আমরা জানি আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা ৯টি। এও জানি, সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহটির নাম প্লুটো। কিন্তু কখনও কি ভেবে দেখেছি এ প্লুটোর কাছাকাছি থেকে আমাদের পৃথিবীকে কেমন দেখাবে? প্রায় ৪০০ কোটি মাইল দূর থেকে আদৌ দেখা যাবে কী না আমাদের প্রিয় গ্রহটিকে। ৩০ বছর আগে স্পেস প্রোব ভয়েজার-১ যখন আমাদের সৌরজগতের সীমান্তে, তখন পৃথিবী থেকে ভয়েজার-১ এর দূরত্ব ৪০০ কোটি মাইল। ভয়েজার-১ এর মিশন শেষ। কিছুক্ষণ পরেই চিরদিনের জন্য বন্ধ কর দেওয়া হবে ভয়েজার-১ এর ক্যামেরা। ইমেজিং টিমের সদস্য কার্ল সেগান বললেন, বন্ধ করে দেওয়ার আগে এত দূর থেকে পৃথিবীর একটি ছবি তোলা যায়। তার আইডিয়ায় দলের অনেক সদস্য রাজি হচ্ছিলেন না। বেশিরভাগের সন্দেহ ছিল এত দূর থেকে পৃথিবীকে ঠিকমতো দেখা যাবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কার্ল সেগান অনড় ছিলেন, বাকি সবাইকে তিনি রাজি করালেন। তিনি দেখাতে চেয়েছিলেন এই মহাবিশ্বে আমাদের গ্রহটির অস্তিত্ব কত ক্ষুদ্র।
বাকি সদস্যরা রাজি হলে ভয়েজারের ক্যামেরাকে পৃথিবীর দিকে ঘোরানো হলো। তোলা হয় ছবিটি। ছবিটি তোলার পর পৃথিবীকে ঠিকমতো দেখাই যাচ্ছিল না। পরে তিন রঙের ফিল্টার ব্যবহার করে বের করা হয় পৃথিবীকে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]