প্রকাশ: ১০:১২:৩৯ AM, বুধবার, এপ্রিল ২২, ২০২০ | |
কবি জাহাঙ্গীর কবির
গানের কলি দিয়েই বলি
“মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না
ও বন্ধু...।”
ফোন করেছেন বাদল সাহেব দুঃখের কথা বলে
অর্থাভাবে দিন কাটে তার সংসার নাহি চলে।
পত্রিকা অফিসে চাকরি করে যৎসামান্য আয়
বন্ধু ভেবে দেখলো চেয়ে যদি কিছু পায়।
পান্থপথে অফিস তার বন্ধ হয়ে গেছে
আটকা পড়ে ঘরের ভিতর দুর্গতিতে আছে।
মুখে লাজ পেটে ক্ষুধা বলতে নাহি পারে
তাদের প্রতি কারো তেমন নজর নাহি কাড়ে।
অভাবের কথা কোথায় বলবে আপনজন ছাড়া
বেতনাদি বন্ধ আছে বড়োই দিশেহারা।
লেখালেখি করি বলে হলো পরিচয়
করোনায় সব বন্ধ থাকায় বাড়ছে সংশয়।
ভদ্র মানুষ লজ্জা দ্বিধায় চাইতে নাহি পারে
সদয় ব্যক্তি ইচ্ছা করলে কিছু দিতে পারে।
মানবতার দৃষ্টি নিয়ে যে করিবে দান
তার সমীপে করে যাই এই আহবান।
আমি একজন কবি মানুষ সাধ্য তেমন নাই
ছেলের বেতন খরচ করে দিন চলে যাই।
কি যে করি ভেবে মরি কি সাহায্য করি
বন্ধু ভেবে তারই জন্যে না হয় এটুকু করি।
কবির ভাষায় এটি একটি মানবিক আবেদন
সাহায্যের হাত বাড়াতে পারেন হৃদ্য ব্যক্তিজন।
অনেকে আছে বেশভূষায় স্বভাবসুলভ চলে
নিজের অভাব সুপ্ত রাখে কাউকে নাহি বলে।
সাহায্য পাঠাবার ঠিকানা যদি জানতে চান
এই নম্বরে কল দিয়ে জ্ঞাত হয়ে জান। ০১৭১৫১১৫৪৪০
কবি সাহিত্যিক শিল্পি সাংবাদিক এমন যারা আছে
সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এদের সবার মাঝে।
সরকারের প্রতি প্রশ্ন রাখি বিনয়ের সাথে
সহানুভূতি কি পেতে পারে না অনুদান বরাদ্দ মতে?
(তাং- ২০ এপ্রিল, ২০২০)
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |