প্রকাশ: ০৬:৪২:১৭ PM, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০ | |
সাকিব আল হাসানের ইংল্যান্ড বিশ্বকাপ মাতানো ব্যাট উঠেছে নিলামে। সেটিও আবার মহৎ উদ্দেশ্য নিয়ে। করোনা মোকাবেলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহে ছেড়েছেন প্রিয় ব্যাট।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হুট করেই ফেসবুক লাইভে সাকিব জানান, বিশ্বকাপে খেলা এসজি ব্র্যান্ডের ব্যাটটি নিলামে ওঠানোর ব্যাপারে। সে অনুযায়ী বুধবার (২২ এপ্রিল) বিকেল থেকে ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে দর হাঁকানো শুরু করা হয়। প্রথমে সাড়ে ৬ লাখ উঠে, এরপর আরেকটি আপডেট দেয় পেজটি। যেখানে সাড়ে ৮ লাখ টাকা দাম উঠে। তৃতীয়বারে ব্যাটের দাম উঠে ১০ লাখ টাকা। এরপর ব্যাটটির দাম উঠে ১০ লাখ ছাড়িয়ে বাংলাদেশি টাকায় ১১ লাখ টাকা।
বেশ খানিকক্ষণ কিছু না জানালেও রাত ১০টার কিছু পরে অকশন ফর অ্যাকশন পেজ থেকে লাইভে আসেন এই নিলামের আয়োজকরা। রাত সাড়ে ১১টায় জানানো হয় ১৮ লাখ টাকা উঠেছে দাম। শেষ পাঁচ মিনিটে ২০ লাখ দাম উঠে।
ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে অনেকেই যোগ দিয়েছেন। ভারত থেকে একজন ১২ লাখ টাকা পর্যন্ত বিড করেছিলেন। যদিও শেষ পর্যন্ত রাজই ব্যাটটা নিজের করে নেন। তবে শেষ পর্যন্ত ব্যাটটি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ ২০ লাখ টাকাতেই কিনে নেয়। এই টাকার সবটাই যাবে সাকিব আল হাসানের প্রতিষ্ঠিত ‘সাকিব ফাউন্ডেশন’-এ।
তার আগে সাকিব জানান, এই ব্যাট দিয়েই বিশ্বকাপের সব ম্যাচে খেলেছেন। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন একই ব্যাট দিয়ে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |