প্রকাশ: ০১:৫৫:৩৯ PM, শুক্রবার, মে ১৫, ২০২০ | |
ব্রিটেনের এক জরিপে প্রতি এক লাখ মানুষের মধ্যে ছয়জন প্রতিবছর ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে থাকে। tentorial meningioma নামক একটি পর্দা দিয়ে আমাদের ব্রেইন দুটি কম্পার্টমেন্টে ভাগ করা যায়। একটি উপরের প্রকোষ্ঠ বা supratentorial compartment আরেকটি হলো নিচের প্রকোষ্ঠ বা infratentorial compartment। একজন পূর্ণ বয়ষ্ক মানুষের ওপরের প্রকোষ্ঠে শতকরা ৮০-৮৫ ভাগ এবং নিচের প্রকোষ্ঠে শতকরা ১৫-২০ ভাগ টিউমার হয়ে থাকে।
শিশুদের ক্ষেত্রে ওপরের প্রকোষ্ঠে শতকরা ৪০ ভাগ এবং নিচের প্রকোষ্ঠে শতকরা ৬০ ভাগ টিউমার হয়ে থাকে। ব্রেইন টিউমার দুভাগে ভাগ করা হয়- Benign tumor, যা ক্যানসার জাতীয় নয় এবং malignant tumor বা ক্যানসার জাতীয়। ক্যানসার জাতীয় টিউমার আবার দুধরনের- primary malignant, যা স্থানীয়ভাবে উৎপত্তি হয় এবং Mctastasis, যা অন্য জায়গা থেকে ব্রেইনে ছড়িয়ে পড়ে। আবার যে কোষ থেকে Tumor উৎপত্তি হয়, সেই কোষের নাম অনুযায়ী tumor-এর নাম করা হয়। যেমন-astrocytoma, ependymoma, meningioma, pituitary tumor ইত্যাদি।
আমাদের শরীরে কিছু Gene আছে, যা টিউমার হতে বাধা দেয়। এদের tumor suppressor gene বলে। কোনো কারণে tumor suppressor gene যদি inactivation হয়, তা হলে barin tumor হয়ে থাকে। যেমন p53-এর gene mutation-এর ফলে barin tumor হয়ে থাকে।
তাছাড়া whole head বা মাথায় radiation দিলে ব্রেইন টিউমার হয়ে থাকে। ব্রেইন টিউমারের প্রাথমিক লক্ষণ মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা। তবে সব মাথাব্যথা ব্রেইন টিউমারের জন্য নয়। মাথাব্যথা শতকরা ১ ভাগেরও কম কারণ হলো ব্রেইন টিউমার। ব্রেইন টিউমারের জন্য মাথাব্যথা সাধারণত খুব ভোরে শুরু হয়। তাছাড়া ব্যথার সঙ্গে খিঁচুনি হতে পারে। খিঁচুনি সাধারণত হাতে বা পায়ে বা অন্য কোনো স্থান থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। pituitary gland টিউমার হলে রোগীর দৃষ্টিশক্তি narrow হয়ে যায়।
সে সামনের অংশ দেখতে পারে এবং দুপাশে দেখে না এবং এক পর্যায়ে অন্ধ হয়ে যায়। রোগীর ব্রেইন সামনের অংশে বা frontal lobc-এ টিউমার হলে স্মৃতিশক্তি হ্রাস পায়। abnorma ব্যবহার করে। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। motor area tumor হলে উল্টা দিকে প্যারালাইসিস হয়ে থাকে। carnial cavity-এর নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রোগী হাঁটতে গেলে Imbalance হয়, কানে শোনে না, কথা স্পষ্ট করে বলতে পারে না। tumor বেশি বড় হয়ে গেলে রোগীর হঠাৎ মৃত্যুও হতে পারে।
ব্রেইন টিউমার ডায়াগনোসিস করার জন্য MRI of brain with Contrast, কোনো কোনো ক্ষেত্রে CT scan of barin with contrast করতে হয়। ব্রেইন টিউমার প্রতিরোধ করার ক্ষমতা মানুষের নেই। তবে ধূমপান থেকে বিরত থাকলে ফুসফুস ক্যানসার হবে না এবং তা থেকে ব্রেইনে Mctastasis হবে না। তাছাড়া Radiation avoid করা। যেমন-Cell phone-এর ব্যবহার কমানো, brain radiation না দেওয়া। radiation field থেকে দূরে থাকা। তাছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নিলে এবং নিয়মিত প্রচুর ফল, শাকসবজি খেলে Cell mutation কমে যায়।
চিকিৎসা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় Brain tumor Operation করা হয়। Endoscope-এর সাহায্যে brain open না করেই pituitary tumor operation করা হচ্ছে। এতে রোগী ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
লেখক : অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বিএসএমএমইউ
চেম্বার : পদ্মা ডায়াগনোস্টিক সেন্টার, মালিবাগ মোড়, ঢাকা। ০১৭১১৩৫৪১২০, ০১৭০৪২৫৯১৯৪
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |