প্রকাশ: ০৫:২১:২৩ PM, রবিবার, মে ১৭, ২০২০ | |
সারাবিশ্বে যখন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সে সময় থেকেই দেশের তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ‘ফুড ফর ন্যাশন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (রউঊঅ) ।
স্টার্টআপ বাংলাদেশের এ প্রকল্পের প্লাটফর্মে সংযুক্ত হয় বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান। দেশের কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কৃষি পন্য সংগ্রহ ও সরবরাহ করার উদ্যোগ নেয় এ প্ল্যাটফর্মটি। এ কার্যক্রমের প্রথম থেকেই চালডাল, ট্রাক লাগবে, ডিজিটাল আড়ৎদারসহ অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
চলমান কার্যক্রমের অংশ হিসেবে ‘ডিজিটাল আড়ৎদার’ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ৯ মে সকালে মনিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন সাপের চান গ্রামের কৃষকদের মাঠ থেকে সরাসরি কৃষি পণ্য-কাচামরিচ, ঢেড়শ, শশা, ঝিংগা, চালকুমড়া, করলা ইত্যাদি ঢাকার কাওরানবাজার মূল্যে ক্রয় করে দেশের অনলাইন মার্কেটিং শপ চালডাল, সুপারশপ মিনাবাজারে সরবরাহ করে। ফলে কৃষকরা ফসলের জমিতেই ঢাকার মূল্য পাচ্ছে ও তাদের শ্রম সাশ্রয় হচ্ছে। পরিবহন খরচও লাগছে না ও মধ্যসত্বভোগীর দৌড়াত্ব না থাকায় কৃষকরাও অত্যন্ত খুশী। ‘ডিজিটাল আড়ৎদার’ এর কার্যক্রমে সরকারের ডাক বিভাগ তাদের পরিবহন বিনা মূল্যে প্রদান করেন। ফলে কৃষকের ফসল জমি থেকে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যাবে আরো সহজে। লকডাউনে বিনা মাশুলে রাজধানীতে কৃষিপণ্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ঢাকায় বেইলী রোডে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন। এ করোনা কালীন সময়ে ডাক বিভাগ তাদের এ পরিবহন সেবাটি অব্যাহত রেখে সহোযোগিতা করবেন বলে তিনি জানান এবং এ প্রকার উদ্যোগ নেওয়ায় তিনি শুভকামনা জানান।
অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এ সময় ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত ছিলেন। ডিজিটাল আড়ৎদারের এ কার্যক্রমে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন ফাউন্ডার নূরূন নাহার, কো ফাউন্ডার কামরুল আহসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |