logo
প্রকাশ: ০৬:১৪:০৫ PM, বুধবার, মে ২৭, ২০২০
আমাদের চার পাশে হাজারো দু’পায়ের জন্তু, মানুষ কোথায়?
ফাহাদ মোহাম্মদ

আপনি পবিত্র রমজান মাসে কতজন লোককে সাহায্য করেছেন? একজন? দুইজন? ১০ জন? ৫০ জন? আমি এমন একজনকে চিনি যে করোনাকালীন শুধু রমজান মাসেই ১৬৪ রোগীকে ১৬৪ ব্যাগ রক্ত সংগ্রহ করে বাঁচতে সহায়তা করেছে। এটা শুধুই রমজান মাসের হিসেব। ২০১২ থেকে হিসেব নাই করলাম। আমি মানুষের অপর নাম অভিজিৎ রায় (Avijit Roy) বলি।

এই করোনার মহামারিতে আরেকটা ছেলে রক্তদাতা নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে কুকুর দলের আক্রমণের শিকার হয়েছিলো যখন আমি আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। বর্তমানে সে জ্বলান্তক রোগের টিকা নিচ্ছে। আমি মানুষের অপর নাম মুকতার হোসেন মান্না (Mukter Hossain Manna) দিয়েছি।

এমন হাজারো সেচ্ছাসেবী নিজের মূল্যবান সময় ও অর্থ খরচ করে মানুষের পাশে দাড়াচ্ছেন। নাম জানা অজানা সেই সকল সেচ্ছাসেবীদের আমি মানুষ বলে ডাকি।

আমাদের চার পাশে হাজার হাজার, লক্ষ লক্ষ দু’পায়ের জন্তু আছে। কিন্তু মানুষের সংখ্যা আপনি হাতে গুনে বলতে পারবেন। পরিচিত মানুষের নামগুলো স্মরণ করেন দেখবেন সেখানে মানুষের মতো দেখতে কতগুলো দু’পায়ে দাঁড়িয়ে থাকা জন্তু আছে কিন্তু মানুষ খুব একটা নেই।

আমি নিজেকে মানুষের কাতারে নেওয়ার অনেক চেষ্টা করছি আসলে কি মানুষ হতে পেরেছি? উত্তর প্রতিদিন ঘুমানোর সময় নিজেকে জিজ্ঞেস করি আবার ঘুম থেকে উঠে মানুষ হওয়ার প্রতিজ্ঞা করি। কিন্তু মানুষ হয়ে উঠা হয় না।

লেখক- ফাহাদ মোহাম্মদ, ট্রাফিক সার্জেন্ট, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]