প্রকাশ: ১০:৪৭:১২ AM, রবিবার, জুন ৭, ২০২০ | |
করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে গতকাল একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৩ হাজার ২৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় তুরস্কের ১৫ শহরে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের করোনা নিয়ে প্রকাশিত আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়তে থাকায় এই দেশটি করোনার নতুন হটস্পট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৪৫ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার জনের। বিশেষজ্ঞদের ধারণা, এ সংখ্যা দ্বিগুণ হতে পারে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৫টি শহরকে এক সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে। তবে এ সময় বেকারি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তুরস্কে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৯ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৯ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ৯৪ জনের।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |