logo
প্রকাশ: ১০:৫০:৪৮ AM, রবিবার, জুন ৭, ২০২০
ইতালিতে করোনা মোকাবিলায় কাজ করেছে ৮৪ লাখ মানুষ
অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস ইতালিতে মারাত্বক থাবা বসালেও এখন অনেকটাই কমে এসেছে। দীর্ঘ তিন মাস পর স্বাভাবিক হয়েছে ইতালির জন-জীবন। করোনা ঠেকাতে দেশটিতে ৮৪ লাখ মানুষ কাজ করেছেন।

ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএসটিএটি (ISTAT) গত শুক্রবার জানিয়েছে, করোনা ঠেকাতে সরকার কর্তৃক আরোপিত লকডাউন চলাকালীন প্রায় ৮৪ লাখ মানুষ কাজ চালিয়ে গেছে। এই সময়ে ইতালিতে প্রায় ৩৭ লাখ মানুষ বাসা থেকে কাজ করেছিলেন।

ইতালিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এরপর থেকেই ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জরুরি অবস্থা জারি করে ইতালি সরকার। জরুরি সেবা প্রতিষ্ঠান চালু রেখে বন্ধ করে দেওয়া হয় সবকিছু।

দীর্ঘ তিন মাস পর স্বাভাবিক ইতালির জন-জীবন। খুলেছে অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ সকল ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে খুলে দেওয়া হয়েছে সীমান্ত।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির হালনাগাদ পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। আর মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। ইতালিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬৩ হাজার ৭৮১ জন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]