প্রকাশ: ১০:৫১:৫৩ AM, রবিবার, জুন ৭, ২০২০ | |
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের শক্তিশালী দেশগুলো যেখানে মুখ থুবড়ে পড়েছে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে মালয় অঞ্চলের দেশ ব্রুনাই। বিশ্বের একমাত্র এই দেশটিতে বিগত ৩০ দিনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।
সর্বশেষ গত ৭ মে সেখানে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ব্রুনাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার নাগাদ সেখানে নতুন করে কেউ সংক্রমিত হয়নি বলে তথ্য প্রকাশ করেছে দারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
করোনা বিষয়ে সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. হাজী মো. ইশাম বিন হাজী জাফর বলেছেন, ‘গতকাল আমরা ৫৩৮ জনের নমুনা সংগ্রহ করি। কিন্তু তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে টানা ৩০ দিন আমাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি।’
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে টানা ৩০ দিন দেশটিতে করোনা রোগী শনাক্ত হচ্ছে না। এ পর্যন্ত মোট ১৪১ জন আক্রান্ত হয়েছে সেখানে। সেরে উঠেছে ১৩৮ জন। মারা গেছে দুজন। আর চিকিৎসাধীন রয়েছে একজন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |