logo
প্রকাশ: ০৭:৪৮:১১ PM, রবিবার, জুন ৭, ২০২০
না.গঞ্জে ফিল্মি কায়দায় ৬ ডাকাত ধরলো র‌্যাব
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে র‌্যাব-১১। 

র‌্যাবের দাবি, ‘তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেটা যেকোন ব্যাংকে বা অর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ব্যক্তির উপর হামলা হতে পারে’

রোববার দুপুরে শহরের উত্তর চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিনটি রাম দা, দুটি চাপাতি সহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে মাইক্রোবাসটি জব্দ করা হয়।

আটককৃতরা হলো, মো. ওমর ফারুক (২৫), মো. সবুজ মিয়া (২০), মো. ইমরান (৩১), শিব্বির আহম্মেদ (২৪), ফয়সাল মিয়া (২০) ও মো. সালাউদ্দিন (৩০)। তারা সবাই আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আজকে একটি দল স্বসস্ত্র অবস্থায় একটি বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেটি ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠান হতে পারে কিংবা ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ব্যক্তির উপর হামলার প্রস্তুতি ছিল। তার প্রেক্ষিতে আমরা অবস্থান নেই। যখন আমরা তাদের গতিবিধি আমাদের নজরদারীতে আসে তখনই ডাকাতি প্রস্তুতি কালে আমরা দ্ইু দিন থেকে রাস্তা ব্লক করে তাদের আটক করি। আমাদের অভিযানিক দল চারদিক অবস্থান ছিল যার জন্য তারা চেষ্টা করেও পালিয়ে যেতে পারেনি।’

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি চাপাতি ও ৩টি রাম দা সহ ডাকাতি করার অন্যান্য সরঞ্জাম উদ্ধার সহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি বলেন,‘এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন,‘ডাকাতদের মাইক্রোবাসটি সামনে ছিল আর পিছনে ছিল র‌্যাবের মাইক্রোবাস। হঠাৎ একটি গাড়ি মাইক্রোবাসের সামনে গিয়ে রাস্তা ব্লক করে দেয় এবং পিছন থেকে র‌্যাবের মাইক্রোবাসটি। ওইসময় ডাকাতদের মাইক্রোবাসটি থেমে র‌্যাবের উপর হামলার চেষ্টা করে। তখন র‌্যাব গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং তাদের আটক করে। ওইসময় রাস্তায় শুয়ে তাদের দেহ তল্লাশী করে। একজনের কাছ থেকে পিস্তল পায় এবং একটি ব্যাগ থেকে দেশী অস্ত্রগুলো পায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক সদস্য বলেন,‘তাদের হামলায় আমি নিজে আহত হয়েছি। কিন্তু সবাই এক সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় বড় কোন ক্ষতি হয়নি। তারা মূলত কোন একটি ব্যাংক থেকে এক ব্যক্তি বিপুল পরিমান টাকা নিয়ে বের হলে হামলা করার প্রস্তুতি ছিল। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]