logo
প্রকাশ: ১০:২০:৪০ PM, রবিবার, জুন ৭, ২০২০
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
গফরগাঁও প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও তিন নির্মাণ শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

আজ রোববার বিকেলে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক দুজন হলেন, উপজেলার কুরচাই গ্রামের সিরাজ উদ্দিন মাষ্টারের ছেলে হিমেল (২৩) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন(২৫)।

এ সময় নিহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আলতাফ (২৫), মামুন (২১) ও আবু তাহের (২৭) নামে আরও তিন নির্মাণ শ্রমিক। তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহত ও আহত নির্মাণ শ্রমিকরা কুরচাই গ্রামের আবুল কাদিরের বাসায় সেপটিক ট্যাংকিতে কাজ করছিল। ট্যাংকির কাঠ ও বাঁশের পাটাতন সরাতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজনের হয়।

স্থানীয় নিগুয়ারী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন খানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুই জনই স্থানীয় নির্মান শ্রমিক। ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) জিলকত হোসেন জানান, সেপটিক ট্যাংকে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়া পাঁচ জনের মধ্যে দুজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]