logo
প্রকাশ: ১১:০৩:২৬ AM, সোমবার, জুন ৮, ২০২০
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে
অনলাইন ডেস্ক

বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা পেয়েছিল। এর ফলে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বর্ষার বৃষ্টির মূল উৎস ওই বায়ুপ্রবাহটি একটু দেরিতে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রবেশের কাছাকাছি পৌঁছে গেছে।

গতকাল রোববার কক্সবাজারের টেকনাফ ও মিয়ানমারের আরাকান উপকূলের কাছাকাছি পৌঁছেছে মৌসুমি বায়ু। আর আগামীকাল মঙ্গলবারের মধ্যে তা বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামে ছড়িয়ে পড়তে পারে। ফলে আজ সোমবার থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি বাড়তে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গাও কমবেশি বৃষ্টি হতে পারে। আর ঢাকায় বৃষ্টি বাড়তে আরও তিন-চার দিন লেগে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা বলছে, গত এক যুগ ধরে বাংলাদেশে মৌসুমি বায়ু চলে আসার আগেই বৃষ্টি বাড়ছে। বর্ষার ভরা মৌসুমে কয়েক দিন অতিবৃষ্টি হলেও বাকি দিনগুলোতে বৃষ্টি কমে আসছে। এতে শহরে জলাবদ্ধতা ও গ্রামে নদীভাঙন বাড়ছে।

বর্ষা আসার আগে এ বছর মে মাসে স্বাভাবিকের চেয়ে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দেশের উপকূলীয় জেলাগুলোতে ২০ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি মাসের শুরুতে প্রকাশিত জলবায়ু পূর্বাভাসে এ তথ্য রয়েছে।

সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি মাসের প্রথম সপ্তাহেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। অর্থাৎ বর্ষা আসার আগের মাসে যেখানে মূলত তাপমাত্রা বেশি ও কালবৈশাখী বেশি হওয়ার কথা, সেখানে মাসের দুই–তৃতীয়াংশ দিনেই বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ ব্যাপারে বলেন, ‘মূলত ঘূর্ণিঝড় আম্পানের কারণেই এবার মৌসুমি বায়ু একটু দেরিতে বাংলাদেশে পৌঁছাচ্ছে। আশা করি, তা চলতি সপ্তাহের মধ্যে বাংলাদেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়বে। তবে দেশে জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা আসার আগের মাসে ধারাবাহিকভাবে বৃষ্টি বাড়ছে। আর বর্ষার সময়ে অল্প কিছুদিন অনেক বৃষ্টি হচ্ছে ও বাকি সময় কম বৃষ্টি হচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দেশের সব বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি হতে পারে। আজ দেশে সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। মাসের বাকি সময়জুড়ে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

চলতি মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জুনে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এতে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুধু বাড়বে। এতে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এ  ছাড়া টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে দেশের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, গতকাল রোববার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায় ৭১ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা, যশোর, ফরিদপুর ও রাজবাড়ীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও অব্যাহত থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]