আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

জ্নান কণিকা

ফেরেশতা

খানবাহাদুর আহ্ছানউল্লা
| তাসাউফ

ফেরেশতা (অহমষব) খোদার দূত বা আজ্ঞাবাহক। ইঁহারা আল্লাহর নূর দ্বারা পয়দা। ইঁহারা নিষ্পাপ। জিন অগ্নি দ্বারা ও ইনছান মাটি দ্বারা সৃষ্টি।
ফেরেশতাগণের পরিমাণ অসংখ্য, ইঁহারা নেক, মোমেনদিগের সহায়ক ও খোদার গুণ-কীর্ত্তক। পাক মহফেলে ইঁহারা উপস্থিত হন ও বোজর্গানে দীনের প্রতি সম্মান প্রদর্শন করেন। নিম্নে কতিপয় প্রধান প্রধান ফেরেশতার নাম উল্লিখিত হইল : (১) হজরত জিব্রাইল, (২) হজরত মিকাইল, (৩) হজরত ইজরাইল, (৪) হজরত ইছরাফিল, (৫) হজরত রেজওয়ান, (৬) হজরত মালেক, (৭) হজরত মুনকার, (৮) হজরত নাকীর, (৯) হজরত কেরামন (১০) হজরত কাতেবিন। ইঁহাদের নামই মশহুর।
জিব্রাইল আলায়হেছ-ছালাম পয়গম্বরদিগের নিকট খোদার বাণী পৌঁছাইতেন, মিকাইল আলায়হেছ-ছালাম আহার সরবরাহ কার্য্যে নিয়োজিত। ইছরাফিল আলায়হেছ-ছালামের সিঙ্গার প্রথম ফুৎকারে কেয়ামত বা প্রলয় ঘটিবে এবং দ্বিতীয় ফুৎকারে সৃষ্ট আত্মা-সকল পুনরুত্থিত ও সমবেত হইবে। ইজরাইল আলায়হেছ-ছালাম সকলকে ক্ষণস্থায়ী জগত হইতে চিরস্থায়ী জগতে পৌঁছাইবার কার্য্যে নিয়োজিত। হজরত রেজওয়ান ও হজরত মালেক বেহেশত ও দোজখের দ্বার-রক্ষক দূত, হজরত মুনকার ও নাকীর কবরস্থ আত্মার পরীক্ষক দূত। হজরত কেরামন, হজরত কাতেবীন মানবাত্মার নেকী ও বদী লিপিবদ্ধ কার্য্যে নিয়োজিত। এতদ্ব্যতীত বহু ফেরেশতা বহু কার্য্যে লিপ্ত আছেন, যাঁহাদের সংখ্যা আল্লাহ ব্যতীত অপর কেহই জানেন না। মানুষকে অনিষ্ট হইতে বাঁচাইবার জন্য এবং ইষ্ট পৌঁছাইবার জন্য বহু ফেরেশতা নিয়োজিত আছেন।
ইছলাম একটি চতুস্তল অট্টালিকা সদৃশ। ইহার প্রথম তল হইতেছে শরীয়ত, দ্বিতীয় তল তরীকত, তৃতীয় তল হকীকত ও চতুর্থ তল মারেফত। মূলে হইতেছে শরীয়ত, শরীয়ত ব্যতীত তরীকত হাছেল হয় না। প্রত্যেককেই শরীয়তের আদেশ পালন করা একান্ত কর্ত্তব্য। আবার শরীয়তের বুনিয়াদ হইতেছে

লেখাটিতে লেখকের বানান হুবহু রাখা হলো