ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬-এর আসর শুরু হবে ৯ এপ্রিল থেকে। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে নবাগত দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের; ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২৯ মে টুর্নামেন্টের ফাইনালও হবে একই মাঠে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিংয়ের হোম ম্যাচগুলো। গুজরাট লায়ন্সের হোম ভেন্যু হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। এবারের আসরে সাপ্তাহিক ছুটির দিনগুলোয় কোনো বিকালের ম্যাচ হবে না। দিল্লির ফিরোজ শাহ কোটলার পাশাপাশি রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দুইটি হোম ম্যাচ হবে দিল্লি ডেয়ারডেভিলসের। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে তিনটি হোম ম্যাচ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাব, মোহালিও থাকবে একইসঙ্গে।