ঈশ্বরদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও জামালপুরে বৃদ্ধ খুন হয়েছেন। এছাড়া রংপুরে দিনমজুর, চট্টগ্রামে নারী ও বৃদ্ধ এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো, সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর
ঈশ্বরদী : পাবনার ঈশ^রদী আমবাগান পুলিশ ফাঁড়ির সামনে ভাংড়ী ব্যবসায়ী জুয়েলের দোকানে ভাংড়ী ফেরিওয়ালা জিয়ারুল ম-লকে ছুরিকাঘাত করেন ছোট ভাই কাজিম ম-ল। ঈশ্বরদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কাজিম ম-লকে আটক করেছে। জিয়ারুল ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ড বস্তিপাড়া এলাকার মন্টু ম-লের বড় ছেলে।
জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে বুধবার রাতে শাহজাহান মিয়া নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মৃত আবুল হোসেনের ছেলে। বুধবার সন্ধ্যায় চা খাওয়ার জন্য বের হয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বেরিয়ে রাতে ভবানীপুর খালপাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার পাশেই রক্তাক্ত ইট পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, শাহজাহান মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।
রংপুর : রংপুরের মিঠাপুকুরে দিনমজুরকে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলন্ত দিনমজুর এরশাদ মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মিঠাপুকুর উপজেলার মোসলেম বাজারের বড়বাড়ি গ্রামের মৃত ধিয়ান উদ্দিনের ছেলে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এরশাদের স্ত্রী আছেমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চট্টগ্রাম : রাউজান থানা পুলিশ বুধবার রাশেদা আকতার নামে এক নারীর লাশ উদ্ধার করে। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ জানান, রাউজানের খেলার ঘাট এলাকা থেকে কর্ণফুলীর ¯্রােতে ভেসে আসা নারীর লাশটি উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বুধবার হাটহাজারী পৌর এলাকার মিরেরখিল মাটিয়া মসজিদ এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদী থেকে বুধবার সাহেদা আক্তার শারমিন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকা- উল্লেখ করে রাতেই থানায় মামলা করেন গৃহবধূর বাবা শহিদুল্লাহ। এরপর গৃহবধূর স্বামী আলমগীরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।