ভেনেজুয়েলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। শনিবার সকালে রাজধানী কারাকাসের কাছে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি কারাকাস থেকে মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোহেদেসে যাওয়ার পথে ‘ভূপাতিত হয়’। নিহতদের মধ্যে দুই লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচ জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে সামরিক কপ্টার বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। উল্লেখ্য, মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে দেশটিতে আন্দোলন চালাচ্ছেন বিরোধীরা। এবিসি নিউজ