আজকের পত্রিকাআপনি দেখছেন ৬-০৫-২০১৯ তারিখে পত্রিকা

না.গঞ্জে প্রধান শিক্ষক লাঞ্ছিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| নগর মহানগর

নারায়ণগঞ্জের বন্দরে হাজী আবদুল মালেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গণিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদের বিরুদ্ধে। নিজের মেয়ের পরীক্ষার রেজিস্ট্রেশন নিয়ে বাকবিত-ার এক পর্যায়ে আবদুল গণির দিকে তেড়ে যান হারুন অর রশিদ। এক পর্যায়ে তাকে চপেটাঘাতসহ (চরথাপ্পড়) শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ঘটনায়  রোববার বেলা ১১টায় তড়িঘড়ি করে কোনো কারণ ছাড়াই স্কুল ছুটি ঘোষণা করা হয়। ম্যানেজিং কমিটির সদস্যের এমন আচরণে স্কুলে থাকা সবাই হতভম্ব হয়ে পড়েন এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা সেখানে প্রতিবাদ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টায় হারুন অর রশীদ স্কুলের প্রধান শিক্ষক আবদুল গণির কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি তার মেয়ের এসএসসি রেজিস্ট্রেশন নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তর্কে লিপ্ত হন। অভিভাবক সদস্যের উচ্চবাচ্যে পাশের শিক্ষক সভাকক্ষ ও আশপাশে থাকা অনেকেই ছুটে আসেন। এক পর্যায়ে হারুন অর রশীদ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যান এবং তাকে চপেটাঘাত করেন। 
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একইভাবে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন হারুন অর রশিদ। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। সরেজমিন দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিষয়টি নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছাড়াও স্থানীয় প্রভাবশালীরা প্রধান শিক্ষকের কক্ষে বৈঠকে বসেছেন। দীর্ঘ অপেক্ষার পর ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান বাপ্পি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ এবং প্রধান শিক্ষক আবদুল গণি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান জানান, খবর পেয়ে আমি স্কুলে এসেছি এবং বিষয়টি হাতাহাতির ঘটনা ছিল না বলে উভয় পক্ষ জানিয়েছে।