মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত মেরিন একাডেমির ডেক ক্যাডেট মো. আলি আজগরের পরিবারের কাছে রোববার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করায় নৌ খাতে কোনো ধরনের ক্ষতি হয়নি। মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম দিন-রাত খোলা ছিল। কন্ট্রোল রুম থেকে তথ্য পেয়ে জনগণ উপকৃত হয়েছে। মন্ত্রণালয় ও এর অধীনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে ধন্যবাদ। শনিবার রাত থেকে ফেরি চালু হয়েছে। রোববার থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত মেরিন একাডেমির ডেক ক্যাডেট মো. আলি আজগরের পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক বিতরণকালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে চোখের চিকিৎসারত অবস্থায় দেশের ঘূর্ণিঝড়ের খোঁজখবর নিয়েছেন ও দেশবাসীর কল্যাণ কামনা করায় তার প্রতিও প্রতিমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর কাছে। এতে কারও হাত নেই। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ নেই। ক্ষতিপূরণের অর্থ দিয়ে দুঃখ ভোলার বিষয় নয়। ক্ষতিগ্রস্ত পরিবারটি কঠিন অবস্থার মুখোমুখি, তাদের জন্য কঠিন বাস্তবতা। তিনি বলেন, পরিবারটি সন্তান হারিয়েছে। আমরা হারিয়েছি একজন দক্ষ নাবিক। শুরুতেই হারিয়ে গেল। খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রতিটি নাবিকের পাশে আছি। তাদের পরিবারের সহযোগিতায় পাশে থাকব। খালিদ মাহমুদ চৌধুরী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, মৃত ক্যাডেটের বাবা মো. আলী আকবর খান এবং মেরিন হাইভ লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন শামসুল এ খান। সংবাদ বিজ্ঞপ্তি