চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেনটি নগরীর ষোলশহরের অদূরে ফরেস্ট গেট এলাকায় লাইনচ্যুত হয়েছে। শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে শাটল ট্রেনটি ফরেস্ট গেট এলাকায় এলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তবে ওই সময়ে ট্রেন ধীরে চলার কারণে কেউ হতাহত হয়নি। ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন বলেন, মূল রুট থেকে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। বিকাল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শাটল ট্রেনটি স্বাভাবিক করা সম্ভব হয়নি।