ফরিদপুরের বোয়ালমারী থানায় একটি হত্যা মামলার চারজন পলাতক আসামি কৃষাণ বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। তাদের বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে দেলোয়ার হত্যা মামলার চার আসামি পোয়াইল গ্রামের নাসির মোল্লা, শরিফুল ইসলাম, জাফর শেখ ও উকিল শেখ দীর্ঘদিন পলাতক থাকার পর পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল গ্রামে কৃষাণ বিক্রি করতে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুদ্দিন ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সাজাইল গ্রামে গিয়ে তাদের গ্রেপ্তার করে বোয়ালমারী থানায় নিয়ে আসে।