এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ায় এক শীর্ষ মার্কিন দূতের সফরের মধ্যেই উত্তর কোরিয়ার নতুন এ পরীক্ষার কথা জানা গেল। কোরীয় উপত্যকার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা নিয়ে সৃষ্ট অচলাবস্থা ভাঙ্গার উপায় খুঁজতে সিউল সফরে এসেছেন ওই মার্কিন দূত। ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শীর্ষ বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে ব্যর্থ হন দুই নেতা। গেল মাসের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিম। এটি ছিল পুতিন কিমের প্রথম শীর্ষ বৈঠক। বিবিসি