রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি স্থবির হলেও বাড়ছে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি। এমন পরিসংখ্যান প্রশ্নযুক্ত। এ মন্তব্য করেছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেল-সানেম। বলা হয়, দেশের জিডিপির প্রবৃদ্ধির পরিসংখ্যান সন্দেহজনক। আগের চেয়ে বাজেটের আকার বাড়লেও ট্যাক্স জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। এমন অবস্থায়, দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে শূন্য দশমিক দুই-পাঁচ শতাংশ হারে, যা ১০ বছর আগের তুলনায় অর্ধেক।
বৃহস্পতিবার অর্থনীতির চালচিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান জানান, ব্যাংকিং খাত সংস্কারে সম্প্রতি যেসব পরামর্শ দেওয়া হচ্ছে, তা হিতে বিপরীত হবে। অনিয়ম ঠেকাতে দরকার শক্ত পদক্ষেপ। সানেম বলছে, ব্যাংকিং খাত সংস্কারের সাম্প্রতিক উদ্যোগ আন্তর্জাতিক মানদন্ডের নয়। তাই অনিয়ম ঠেকাতে সরকারের শক্ত পদক্ষেপের বিকল্প নেই। গবেষকদের মতে, জিডিপির প্রবৃদ্ধির সুফল টানতে সুনির্দিষ্ট রোডম্যাপ দরকার। যেখানে গুরুত্ব পাবে শিক্ষা ও স্বাস্থ্য খাত।
বলা হয়, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে ধাক্কা লাগলে, নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। এই পরিস্থিতি উত্তরণে বাণিজ্য নীতিতে সংস্কার প্রয়োজন। এখনও অর্থনীতিতে বাইরের প্রভাব অনেক। আর এগুলো নিয়ন্ত্রণে রাখার সুযোগ নেই। প্রতিবেদন বলছে, কর-জিডিপির অনুপাত কাক্সিক্ষত মাত্রায় না বাড়লেও, বাজেটের আকার বড় হচ্ছে। যা, টেকসই বাজেট বাস্তবায়নের জন্য বড় চ্যালেঞ্জ। রাজস্ব আয়ে গতি আনার পরামর্শ দিয়েছে সানেম। এজন্য নীতি কাঠামোতে পরিবর্তনের পরামর্শও দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা।