আজকের পত্রিকাআপনি দেখছেন ১০-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সিএমএইচে ১০০তম সফল ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

ঢাকার সিএমএইচে ১০০তম ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫ মে কোনো ঝুঁকি বা জটিলতা ছাড়াই এ ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন হয়। বৃহস্পতিবার আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ককলিয়ার ইমপ্লান্ট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা মারাত্মক বা সম্পূর্ণ বধির ব্যক্তিকে সফল সার্জারির মাধ্যমে শব্দ শুনতে সহায়তা করে। সাধারণত ৮ বছরের নিচে সব জন্মগত বধির ও বোবা এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ১০ বছরের মধ্যে শ্রবণশক্তি হারানো ব্যক্তিরা ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বধিরতা বাংলাদেশে একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা। বিশ্বজুড়ে প্রতি ১ হাজার ৫০০ জনের মধ্যে একজন শিশু বধিরতা নিয়ে জন্মায়। সে হিসেবে বাংলাদেশে আনুমানিক ১.৫ মিলিয়ন শিশু মারাত্মক ধরনের বধিরতায় ভুগছে। মাতৃত্বকালীন ইনফেকশন, হোম ডেলিভারি, নিকটতম আত্মীয়দের মধ্যে বিবাহ, টিউবারকুলাস মেনিনজাইটিস, নিওনেটাল জন্ডিস, পুষ্টিহীনতা, হরমোন ও জেনেটিক ডিসঅর্ডার বাংলাদেশে বধিরতার হারকে আরও ত্বরান্বিত করছে।