আজকের পত্রিকাআপনি দেখছেন ১০-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আড়াইহাজারে ধর্ষণ মামলা

আসামির গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আড়াইহাজার (না.গঞ্জ) প্রতিনিধি
| খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও আসামিকে দ্রুত গ্রেপ্তার দাবিতে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ সময় তারা ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করাসহ তার ফাঁসির দাবি জানায়। স্থানীয় কালাপাহাড়িয়া রাধানগর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বৃহম্পতিবার বেলা ১১টায় মানববন্ধনে তারা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাসেম, বাচ্চু, আউয়াল ও রফিক প্রমুখ। 
ঘটনার পর থেকে দোকানি ধর্ষক আলাউদ্দিন পলাতক রয়েছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির হাজীরটেক এলাকার সিরাজউদ্দিনের ছেলে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওইদিনই মামলা করেছেন। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ধর্ষককে দ্রুত গ্রেপ্তারসহ তার ফাঁসির দাবি জানান। ধর্ষক দেশ ও জাতির শত্রু। তাকে সবাই ‘না’ বলুন। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, তদন্ত কাজে বেশ অগ্রগতি হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্নভাবে চেষ্টা করছে। তবে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য. ৪ মে সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ির পাশে একটি মুদি দোকান থেকে ডিম কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়।