অসাবধানতাবশত নারিকেল গাছ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বরুণ বিশ্বাস নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জগন্নাথ হল চত্বরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক বরুণকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরুণ বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি জগন্নাথ হলের ৪৩২নং রুমের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। সহপাঠীরা জানান, বরুণ জগন্নাথ হলেই থাকতেন। রাতে হল চত্বরের একটি নারিকেল গাছে ডাব পাড়তে ওঠেন তিনি। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।