আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশের কার্যালয় উদ্বোধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
| দেশ

কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের কার্যালয় শনিবার উদ্বোধন করা হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের টিআই নূরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, সাইদুর রহমান, মাসুম আহম্মেদ ভুঞা, সুবীর রঞ্জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান, মডেল থানার ওসি সাকের মো. যুবায়ের, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ মনিরুল ইসলাম প্রমুখ।