ফরিদপুরের ভাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী, গোপালগঞ্জের কাশিয়ানীতে গরুসহ তিন আন্তঃজেলা গরুচোর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রাম ৫৫ পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এরা হলেন দিঘলকান্দা গ্রামের রব মোল্লার ছেলে সায়েম মোল্লা ও খোকন মুন্সির ছেলে জুয়েল মুন্সি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়।
গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার কালনা-শংকরপাশা ফেরিঘাট থেকে কাশিয়ানী থানা পুলিশ দুইটি চোরাই গরুসহ আন্তঃজেলা গরুচোর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে কাশিয়ানী উপজেলার কাউয়ুম খাঁন, ভাট্রইধোবা গ্রামের রিজাউল শেখ এবং ফরিদপুরের আলফাডাঙ্গার হাবিবুর রহমানকে আটক করা হয়।
সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা ও দেশি মদসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পৌরসভার দত্তপাড়ার জাহাঙ্গীর, বন্দর উপজেলার বাদল, আরিফুর ইসলাম লিমন, হালিম, পৌরসভার গোয়ালদী গ্রামের শাহ আলম, সূর্য্যকান্তি, পিরোজপুরের দুধঘাটা গ্রামের সুমন ও মোগরাপাড়ার রহমতপুর গ্রামের সাগরকে আটক করা হয়।