বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে চাঁদপুর শহরে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীকে লিফলেট বিতরণ করা হয়। এর আগে চাঁদপুর-কুমিল্লা সড়ক বাসস্ট্যান্ডে মানববন্ধনে করা হয়। চাঁদপুর জেলা শাখা নিসচা সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক মো. শাহআলম, সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ প্র্রমুখ।